সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় জমায়েত করতে চায় বিএনপি। ডিএমপি থেকে এখনো অনুমতি না পেলেও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ওই দিন মহাসমাবেশ করতে চায় দলটি।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। সমাবেশের মাত্র দুই দিন বাকি থাকলেও অনুমতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
তবে নয়াপল্টন ঘিরে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
দলের একাধিক নেতা জানান, নয়াপল্টনে মহাসমাবেশ হবে―এমন সিদ্ধান্ত জানিয়ে ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের থাকার জায়গাও ঠিক করে দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘জনতার অধিকার পার্টি’ (পিআরপি) নামে একটি সংগঠন আয়োজিত আলোচনাসভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সোজা কথা, আমরা সমাবেশ করব।
নয়াপল্টনে করার কথা, সেখানে করব। সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, সংবিধানের কোথায় আছে?’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এটাই উপযুক্ত জায়গা।
এখানে আমরা একাধিকবার শান্তিপূর্ণ সমাবেশ করেছি।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি জানাবে। কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের কোনো বাধা দেওয়া হবে না। তবে নিরাপত্তার জন্য ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসানো হবে।’
জামায়াতে ইসলামীকে ঢাকায় মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তবে জামায়াত মহাসমাবেশে করার বিষয়ে এখনো ‘অনড়’। দলের নেতারা বলছেন, সমাবেশ করার প্রস্তুতিও নিচ্ছেন তারা।
মহান বিজয় দিবস উদযাপন সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়। কাজেই তারা জামায়াতে ইসলামীর ব্যানারে যদি আসে, তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’
জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার মহাসমাবেশ বাস্তবায়ন উপকমিটির বৈঠক হয়েছে। আগামী ২৮ অক্টোবর দুপুর ২টায় রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়েছেন দলটির নেতারা।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চাই। সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
বাঁচানো গেলো না ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটিকে
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অনশন
পুলিশ, র্যাব, আনসারের নতুন পোশাক চুড়ান্ত
সিলেটের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: আজহারী
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
‘তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন’
৬ দিনের সফরে ঢাকা ছাড়ছেন আসিফ মাহমুদ
চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
ব্যাংকে ডাকাতের হানা: উদ্ধার হওয়া ৪ অস্ত্রই খেলনার
শেখ হাসিনার নির্দেশেই বন্ধ ছিল ইন্টারনেট, পলকের স্বীকারোক্তি
আজ মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নানা কর্মসূচিতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করলো হিউম্যান এইড ইন্টারন্যাশনাল
আগামী একবছরের মধ্যেই নির্বাচন দেয়া উচিত : মেজর অবঃ হাফিজ
ব্যর্থ উপদেষ্টাদের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ
ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেয়ার সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ১২৭ জনের নামে মামলা
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ
অঘোষিত যুদ্ধের মাধ্যমে অবৈধ সরকারকে প্রত্যাখান করেছে জনগণ- চরমোনাই পীর
সুন্নাতে খাতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল বন্ধের নির্দেশ
ভোলায় সম্পত্তির ভাগ নিয়ে বাবার লাশ দাফনে বাধা
প্রচারণা চালাতে ভোলা থেকে নড়াইলে মাশরাফী ভক্ত, সঙ্গে ১০ হাজার লিফলেট
সিলিন্ডারে ভরে ঢাকায় এল ভোলার গ্যাস
অপকর্ম করতে আবারও অবরোধ দিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
আজ কলঙ্কজনক জেলহত্যা দিবস
কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দিবে: রিজভী
নয়াপল্টনে বিএনপি, শাপলা চত্বরে অনড় জামায়াত