শক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

জনগণ ভোট দিলে আছি, না হলে নাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক। ২১ জুন ২০২৩ ০১:৫০ পি.এম

জনগণ যদি ভোট দেয়, তাহলে আছি, না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি— এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে। ছবিসহ ভোটার তালিকা আছে। তাদের (বিএনপির উদ্দেশে) মতো তো ভুয়া ভোটার নেই। সংবিধান অনুযায়ী ভোট হবে।

বুধবার (২১ জুন) দুপুরে গনভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আরও বলেন, যারা আমাদের ভোটচোর বলে, তারা তো ভোটডাকাত। কারণ তারা যখনই ক্ষমতায় এসেছে, অবৈধভাবে ভোট ডাকাতি করেই এসেছে।
সরকার প্রধান বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা ভোট নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করবেই। এমন পরিস্থিতিতে সচেতন নাগরিকদেরই বিবেচনা করতে হবে গত ১৪ বছরে দেশে উন্নয়ন হয়েছে কি না।


এই সম্পর্কিত আরও খবর